আবারও বল-হাতে ভারতকে দ্বিতীয় টেস্টে সাফল্য এনে দিলেন আকাশদীপ। বাংলাদেশের বিরুদ্ধে এদিন প্রথম ওভারেই উইকেট তুলে নেন তিনি। ভারতের হয়ে প্রথম উইকেটও তাঁর। জসপ্রীত বুমরা দূরন্ত শুরু করলেও উইকেদি পাননি। অন্যদিকে, মহম্মদ সিরাজের বোলিংয়ে সুযোগ তৈরি হলেও, বাংলাদেশের ব্যাটাররা সহজে রান তুলতে থাকেন। তবে, তৃতীয় পেসারের ভূমিকায় নেমে প্রথম ওভারেই ওপেনার জাকির হাসান (০)-কে আউট করেন তিনি। কানপুরের মেঘলা আবহাওয়ায় এদিন টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই বাংলাদেশ ব্যাটারদের বেশ চাপে রেখেছিলেন পেসার জসপ্রীত বুমরা। তাঁর প্রথম তিন ওভার ছিল মেডেন। তবে, উলটোদিক থেকে মহম্মদ সিরাজের বোলিংয়ে রান উঠছিল। ফলে কিছুক্ষণের মধ্যেই অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে আসেন অধিনায়ক রোহিত। কিন্তু, তিনিও উইকেট তুলতে সফল হননি। শেষে নবম ওভারে আকাশদীপকে বোলিং আনতেই গালি-পয়েন্টে যশস্বী জয়সওয়ালের হাতে জাকির হাসানকে আউট করেন আকাশ। এরপর ১৩ নম্বর ওভারে আরেক ওপেনা শাদমান ইসলামকে (২৪ রান) ফেরান তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন