চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জিতেছে রোহিতের ভারত। পরের মোকাবিলা কানপুরে। সেখানেও অনেকটাই এগিয়ে থাকবেন রোহিত শর্মারা। কিন্তু দুই জায়গার পিচের চরিতে আলাদা। ফলে বদল আসতে পারে দলেও। তাহলে কি বিশ্রামে পাঠান হবে বুমরাহকে? সেক্ষেত্রে টিমে নতুন এন্ট্রি হবে কার?চেন্নাইয়ের পিচ ছিল লাল মাটির। পেসাররা অতিরিক্ত বাউন্স পেয়েছেন। তবে বিরাট কোনও ভয়ের জায়গা ছিল না। বাংলাদেশের ব্যাটাররা নিজেদের ভুলেই মুখ থুবড়ে পড়েছে।
ফলে এই পিচে বাউন্স থাকবে না। বল আসবে একটু নীচু হয়ে। তবে তার মানে এই নয় যে, একেবারে ঘূর্ণি পিচ হবে। বরং ব্যাটাররা কিছু সাহায্য পেতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। তবু পিচের চরিত্রের কথা মাথায় রেখে তিন স্পিনারে খেলতে পারেন রোহিত শর্মারা। অশ্বিন-জাদেজা ছাড়াও দলে ঢুকতে পারেন কুলদীপ বা অক্ষর। অবশ্য সেটা কে হবেন, তা এখনও ঠিক করা হয়নি বলেই খবর। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৯টি উইকেট পেয়েছিলেন কুলদীপ। সেই পরিসংখ্যান তাঁকে এগিয়ে রাখতে পারে। আর সেখানেই ভারতের কাছে সবচেয়ে বড় পরীক্ষা। জশপ্রীত বুমরাহকে কি তাহলে বিশ্রামে পাঠান হবে? বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। তবে সামনে অনেক গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ আছে। নিউজিল্যান্ড সিরিজের পর নভেম্বর থেকে বর্ডার-গাভাসকর ট্রফি। বুমরাহ যাতে তরতাজা হয়ে সেখানে নামতে পারেন, সেদিকে লক্ষ্য থাকবে টিম ম্যানেজমেন্টের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন