আরজি কর-কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কোনও সমালোচনা করা চলবে না। কারণ, চিকিৎসকদের সঙ্গে রাজ্যের সাধারণ মানুষের সমর্থন রয়েছে। প্রথম থেকেই বিজেপির এই নীতি ছিল। আন্দোলনের কিছু কিছু বিষয় পদ্মশিবিরের অপছন্দের থাকলেও দলের কোনও প্রথম সারির নেতা তা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ময়নার বিধায়ক অশোক ডিন্ডা দলের সেই 'নীতি' ভেঙেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে অমিত ছাড়াও ছিলেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। সেখানে রাজ্যের সব পদাধিকারী থাকলেও ছিলেন না দিলীপ বা ডিন্ডা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকেই অমিত জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে 'এক্তিয়ার' ভেঙে কেউ কোনও মন্তব্য করতে পারবেন না। দলের নীতির বাইরে গিয়ে কোনও মন্তব্য করা যাবে না জানানোর পাশাপাশি অমিত বৈঠকে এ-ও বলেন যে, দলের পক্ষে যাঁদের দায়িত্ব দেওয়া রয়েছে, সেই সব মুখপাত্রেরাই শুধু ওই বিষয়ে মুখ খুলবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন