বহু বছর পর পুরনো সাংগঠনিক কাঠামোয় ফিরতে চলেছে বঙ্গ সিপিএম। ফের দলে জোনাল কমিটির কাঠামো ফেরানোর রাস্তা খুলছে আলিমুদ্দিন। তবে এখনই তা বাস্তবায়িত হবে না বলে সিপিএম সূত্রে খবর। দলের সম্মেলন সংক্রান্ত নির্দেশিকা সম্বলিত দলিলে (পার্টি চিঠি) সিপিএম বলেছে, আগামী বছর পার্টি কংগ্রেসের পরে চার মাসের মধ্যে এ ব্যাপারে যা হওয়ার হবে। তবে জোনাল কমিটি হবে কি না, হলে কী ভাবে হবে, এ ব্যাপারে জেলা কমিটিগুলিই মূলত সিদ্ধান্ত গ্রহণ করবে।
দলীয় নথিতে সিপিএম লিখেছে, "পার্টি কংগ্রেসের পর চার মাসের মধ্যে প্রয়োজন মতো জেলাগুলি জ়োনাল কমিটি গঠন করবে। এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা পার্টি কংগ্রেসের অব্যবহিত পর আগামী রাজ্য কমিটি গ্রহণ করবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন