সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আর জি কর কাণ্ডের নির্যাতিতার নাম উল্লেখ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এমটাই অভিযোগ। এই ইস্যুতে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলায় দাবি করা হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশের পরেও পুলিশ কমিশনার নিজে তা অগ্রাহ্য করে মিডিয়াকে নির্যাতিতার নাম জানিয়েছেন। তাই পুলিশ কমিশনারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পদত্যাগ চেয়ে বুধবার আর্জি জানিয়েছেন আইনজীবী অমৃতা পাণ্ডে। সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন