রাজ্য মন্ত্রিসভায় ফের রদবদল। এবার দায়িত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইঞা এবং বাবুল সুপ্রিয়র। দপ্তর বদল হল মহম্মদ গোলাম রব্বানির। কে কোন দায়িত্ব পেলেন?চন্দ্রিমা ভট্টাচার্য এতদিন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। সামলাতেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্বদপ্তরের দায়িত্বও। এদিন এর পাশাপাশি পরিবেশ দপ্তরের দায়িত্বেও পেলেন তিনি। এতদিন এই পরিবেশ দপ্তরের দায়িত্ব সামলাতেন মহম্মদ গোলাম রব্বানি। এদিন তাঁকে অচিরাচরিত শক্তির দপ্তরের সরিয়ে আনা হল। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ছিলেন রাজ্যের সেচ ও জলপথ পরিবহণের মন্ত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন