আরজি কর ঘটনার রেশ এখনও কাটেনি। এমন সময় ফের একটা চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। পঞ্চম শ্রেণীর এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় তৃণমূল বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে এই অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই স্কুল পড়ুয়া।
জানা গিয়েছে, বয়স ১৩ বছর বয়সি ওই নাবালিকার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা এলাকায়। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, বংশীহারী থানার আইসি অসীম গোপ-সহ পুলিশ আধিকারিকরা। নামানো হয়েছে কম ব্যাট ফোর্সও। ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাড়াপ্রতিবেশীরা ভিড় করতে থাকেন। গঙ্গারামপুর হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন