আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে গেল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। কী কারণে সন্দীপকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে? তা এখনও স্পষ্ট ন। তবে তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানো হতে পারে খবর পাওয়া গিয়েছে। তার অনুমতি নিতে আদালতে যেতে পারে কেন্দ্রীয় সংস্থা।
অন্য একটি সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের ঘরে সন্দীপদের গোপন জবানবন্দি নিতে চায় কেন্দ্রীয় সংস্থা। সেই কারণে আদালতে নিয়ে যাওয়া হতে পারে তাঁদের। বৃহস্পতিবার সকালেও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ। এই নিয়ে টানা সপ্তম দিন তিনি হাজিরা দিলেন সিবিআই দফতরে। গত শুক্রবার থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন