এবার দু-দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে এই ম্যাচ খেলবেন রোহিত বাহিনী। ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর হবে ম্যাচটি। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা।
ভারত এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলেছিল ২০২০ সালে। বিদেশের মাটিতে সেটাই ভারতের একমাত্র গোলাপি বলের টেস্ট। এই বছর ৬ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত। সেই ম্যাচটি হবে অ্যাডিলেডে।
ভারত শেষ বার অস্ট্রেলিয়ায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলেছিল ২০ বছর আগে। সেই দলের অধিনায়ক ছিলেন স্টিভ ওয়া।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন