আরজি কর ইস্যুতে বিক্ষোভের আশঙ্কা! রাজ্য সরকারের কেন্দ্রীয়ভাবে হওয়া শিক্ষক দিবসের অনুষ্ঠান স্থগিত করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ৫ই সেপ্টেম্বর বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ইতিমধ্যেই রাজ্য জুড়ে নির্বাচিত স্কুলগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছিল সম্মান দেওয়ার কথা। তারপরই আজ সেই অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় রাজ্য। আরজি কর ইস্যুতে ইতিমধ্যেই পথে নেমেছে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের একটা বড় অংশ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে বিক্ষোভের আশঙ্কা থেকেই অনুষ্ঠান স্থগিত? জল্পনা স্কুল শিক্ষা দফতরের অন্দরে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন