প্যারিস অলিম্পিকে তৃতীয় পদক জিতল ভারত। এবারও ব্রোঞ্জ পদক এল শুটিং-এ। স্বপ্নিল কুসালে প্যারিস অলিম্পিক ২০২৪-এ পদক জিতেছেন। স্বপ্নিল কুসালে ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে এই পদক জিতেছেন।
প্যারিস অলিম্পিকে এটি ভারতের তৃতীয় পদক। শুটিংয়েই এখনও পর্যন্ত তিনটি পদকই জিতেছে ভারত। প্যারিস গেমসে পদক জিতেছেন স্বপ্নিল কুসলে, মনু ভাকর এবং সরবজোৎ সিং। অলিম্পিক ইতিহাসের কথা বলতে গেলে স্বপ্নিল হলেন সপ্তম ভারতীয় শ্যুটার যিনি পদক জিতেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন