আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পরিবার এবং তার বাসস্থানের উপযুক্ত পুলিশি নিরাপত্তার নির্দেশ দিল আদালত। যে কোনও অসুবিধায় পরিবারের পাশে দাঁড়াতে হবে বেলেঘাটা থানাকে এবং উপযুক্ত নিরাপত্তা দিতে হবে। এমনই নির্দেশ দিলেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ। উল্লেখ্য, সন্দীপ ঘোষের স্ত্রী ও শ্বশুরমশাই সন্দীপের বাড়ির নিরাপত্তার আবেদন জানান হাইকোর্টে। সন্দীপ ঘোষের দুই সন্তান ও শাশুড়িও একই বাড়িতে থাকেন বলে সূত্রের খবর। আরজি কর কাণ্ডের পর সন্দীপ ঘোষের পরিবার অনবরত হুমকির শিকার হচ্ছে বলে অভিযোগ জানানো হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন