সোমবার সকালে সিবিআই দফতরে ফের হাজিরা দিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। সিবিআই কর্তারাও দফতরে পৌঁছেছেন। এই নিয়ে দশম দিন সন্দীপ হাজিরা দিলেন সিবিআই দফতরে। আরজি কর হাসপাতালের ফরেন্সিক কর্তা দেবাশিস সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠও সোমবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। গতকাল, রবিবার তাঁদের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। সোমবার তাঁদের তলব করা হয়েছিল নিজাম প্যালেসে। সেখানেই হাজিরা দিয়েছেন দেবাশিসরা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় সন্দীপকে গত শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআ। প্রতি দিন তাঁকে সিজিও কমপ্লেক্সে সকালে হাজিরা দিতে দেখা গিয়েছে। রাতে বাড়ি ফিরেছেন সন্দীপ। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। শনিবার পর্যন্ত হাজিরা দেওয়ার পর রবিবার আর সিজিওতে যাননি সন্দীপ। রবিবার ভোরেই তাঁর বেলেঘাটার বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআই। বেশ কিছু ক্ষণ বাড়ির বাইরে থেকে ডাকাডাকির পর সন্দীপ দরজা খোলেন। তার পর দীর্ঘ ক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। আরজি করে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের নাম রয়েছে। সেই তদন্তের সূত্রেই রবিবার তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সোমবার সিজিওতে তাঁর হাজিরা ধর্ষণ-খুনের মামলাতেই। তবে দেবাশিস এবং সঞ্জয় আর্থিক অনিয়মের মামলায় হাজিরা দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন