গত ২৭ বছরে এমনটা দেখতে হয়নি ভারতীয় ক্রিকেট প্রেমীদের। যা এ বার দেখতে হল। এই হারের পরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মন ভেঙেছে। দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে দীর্ঘ ২৭ বছর পর ভারতকে হারাল শ্রীলঙ্কা।
তৃতীয় ওডিআইতে ১১০ রানের বড় ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় টিম থামে ১৩৮ রানে। এই অনাকাঙ্খিত হারের পর রোহিত শর্মা বলেন, 'টিমের ছেলেদের চেষ্টার ত্রুটি দেখতে পাইনি। আমরা বিভিন্ন শট খেলার চেষ্টা করেছি। টিমের অনেকে রিভার্স সুইপ, প্যাডেল এবং অন্যান্য শট খেলার চেষ্টা করেছে, যা ওদের ব্যাটসম্যানশিপের প্রকৃতিও নয়।'
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারার পর ভারত অধিনায়ক জানান যে, চ্যালেঞ্জিং কন্ডিশনে মানিয়ে নিতে পারে এমন ক্রিকেটারদের টিমে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর কথায়, "আমরা জানি সমস্যাগুলি কী ও কোথায়। আমরা টিমের ক্রিকেটারদের জানাব যে, আমরা এটাই চাই। এবং যদি সেক্ষেত্রে আমাদের টিম বাছাইয়ের জন্য যদি একটু আলাদা পথে হাঁটতে হয়, তা হলে আমরা সেটাই করব। যোগ্যরাই দলে সুযোগ পাবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন