আরজি করের চিকিৎসক মৃত্যু নিয়ে ক্রমশ জল ঘলো হচ্ছেই। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে রহস্য। এদিকে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইতিমধ্যেই খুন-ধর্ষণের ইঙ্গিত পাওয়া গিয়েছে। চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। সিট তৈরি করে তদন্তে শুরু করেছে কলকাতা পুলিশ। রাতেই এক নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে এক ব্যক্তিকে সেমিনার হলের দিকে যেতে দেখা যায়। পরবর্তীতে বেশ কিছু সময় পরে এমার্জেন্সির দিক থেকে বেরোনোর ফুটেজও হাতে পায় তদন্তকারীরা। এরপরেই ওই নিরাপত্তা রক্ষীকে চিহ্নিত করে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশনও পাওয়া যায় হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন