দুরন্ত ক্রিকেটের কারণেই স্কুল এবং জুনিয়র পর্যায়ে বারবার নাম উঠে এসেছে তাঁর। তিনি হলেন সমিত দ্রাবিড়। পদবিই বলে দিচ্ছে যে, তাঁর সঙ্গে কার যোগসূত্র রয়েছে। ঠিকই ধরেছেন। কিংবদন্তি ক্রিকেটার ও ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড়েরই সুপুত্র সমিত। কথায় আছে 'বাপকা বেটা, সিপাইকা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া'। বাবার ছেলে এবার ঢুকে পড়লেন জাতীয় দলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন