চিকিত্সকের দেহ তখনও পড়ে রয়েছে। সেমিনার হলে ভিড়! আরজি কর কাণ্ডে এবার ভাইরাল ভিডিয়ো ঘিরে ফের উঠছে বহু প্রশ্ন। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। পুলিসের দাবি, 'সেমিনার হলে যেখানে দেহ পাওয়া গিয়েছিল, তার থেকে চল্লিশ ফুটের মধ্যে বহিরাগত কেউ আসেননি'। কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, 'পোরশানটাই কিন্তু, এই এগারো ফিটের মধ্যে হয়েছে। বসার ব্যবস্থাও ছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন