আরজি কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল বলে আদালত সূত্রে জানা গিয়েছে। সোমবার একাধিক জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন জানানো হয় হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি হবে তাঁর বেঞ্চে।
সোমবার আইনজীবী ফিরোজ এডুলজি, তাপস ভঞ্জ, কৌস্তভ বাগচী, তরুণজ্যোতি তিওয়ারি আরজি কর-কাণ্ড নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
জনস্বার্থ মামলায় মূলত তিনটি আবেদন করা হয়েছে। তার মধ্যে প্রধান হল নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো। আবেদনকারীদের বক্তব্য, সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে এই ঘটনার তদন্তভার দেওয়া হোক। যে সংস্থার উপর রাজ্যের প্রভাব থাকবে না। এ ছাড়াও ওই ঘটনায় কে বা কারা জড়িত, অবিলম্বে তদন্ত করে তা প্রকাশ্যে আনার আবেদন জানিয়েছেন মামলাকারীরা। তাঁরা চান, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। সমস্ত সরকারি হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর আবেদনও করা হয়েছে। মামলাকারীদের বক্তব্য, হাসপাতালের প্রতিটি তলার মূল প্রবেশপথে যাতে সিসিটিভি থাকে, তা নিশ্চিত করা হোক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন