ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মরনে মরকেল। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের পছন্দের তালিকায় ছিলেন এই বিখ্যাত পেসার। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের আগে তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
মরকেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে বিসিসিআই। ১লা সেপ্টেম্বর থেকে তাঁর চুক্তি শুরু হতে চলেছে। শেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের পেস বোলিং কোচ ছিলেন মরকেল।
বিশ্বকাপে ব্যর্থতায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়েন তিনি। গম্ভীর গত মাসে ভারতের হেড কোচের চেয়ারে বসেছিলেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মরকেল। গম্ভীরের সঙ্গে মরকেলের কাজের সম্পর্কটাও দারুণ বলেই জানা গিয়েছে। দুজনে একসঙ্গে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষনউ সুপার জায়ান্টসে কাজ করেছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন