ময়দানের দুই যুযুধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল, মোহনবাগান। এই দুই দলের সমর্থকরা যে কোনও বিষয়ে এক হতে পারে, তা রবিবার কলকাতার রাস্তায় না দেখলে সত্যিই বিশ্বাস করতে পারত না রাজ্যের মানুষ। আরজি কর ঘটনার প্রতিবাদেই এবার এক হলেন তাঁরা। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। কথা ছিল দুই দলের সমর্থকরা যৌথভাবে প্রতিবাদ জানাবেন গ্যালারি থেকে।
রবিবার সন্ধেতেই যুবভারতীর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল হুগলী, জলপাইগুড়ি, বর্ধমান সহ বাংলার জেলায় জেলায়। যুযুধান দুই শিবির রবিবাসরীয় সন্ধ্যায় মিলিত হল বর্ধমানের কার্জনগেট চত্বরে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়ে সবুজ মেরুন ও লাল হলুদ শিবির এক সুরে মিলল। শহরের বিভিন্ন জায়গা থেকে দুই শিবিরের সমর্থকরা জমায়েত হয় কার্জনগেট চত্বরে। সেখানে আওয়াজ ওঠে উই ওয়ান্ট জাস্টিস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন