আরজি কর হাসপাতাল ভাঙচুর কাণ্ডে পুলিশের তলবে লালবাজারে হাজিরা দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম ছাত্র যুব সংগঠনের সাতজন নেতানেত্রী। এ দিন প্রবল বৃষ্টির মধ্যেই কলেজ স্ট্রিট থেকে মিছিল করে লালবাজারে যান মীনাক্ষী মুখোপাধ্যায়, কনিনীকা ঘোষ সহ বাম সমর্থকরা।
যদিও মিছিল আটকাতে বৌবাজারের মুখে ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তবে পুলিশের সঙ্গে কোনও সংঘাতের রাস্তায় যাননি বাম ছাত্র যুব সমর্থকরা। আইনজীবীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে তিনটে নাগাদ লালবাজারে ঢোকেন মীনাক্ষীরা৷মীনাক্ষীরা লালবাজারে প্রবেশের পরেও বাইরে অপেক্ষা করতে থাকেন ডিওয়াইএফআই, এসএফআই-এর কর্মী সমর্থকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন