অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হকিতে বড় জয় পেল ভারতীয় দল। টোকিও অলিম্পিকে রুপো জিতেছিল অস্ট্রেলিয়া। সেই অজিদেরই শুক্রবার ভারত ৩-২ গোলে মাটি ধরাল।
প্যারিস অলিম্পিকে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছে ভারত। অলিম্পিকে ঐতিহাসিক জয় পেল ভারত, একথা বললেও অত্যুক্তি করা হবে না। কারণ ১৯৭২ সালের অলিম্পিকে শেষ বার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারতের হকি দল। ৫২ বছর পরে অলিম্পিকের আসরে ভারত আবার অজিদের হারাল।
আগের ম্যাচে বেলজিয়ামের কাছে হার মেনেছিল ভারত। ভালো খেলেও শেষ পর্যন্ত জয় হাসিল করতে পারেনি ভারত। এদিন কিন্তু ভারত আগের ম্যাচের ভুল-ত্রুটি শুধরে খেলতে নেমেছিল।
এদিন অজিদের হারানোর পিছনে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের বড় ভূমিকা রয়েছে। জোড়া গোল করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন