ক্রমাগত গণ আন্দোলনের অভিঘাতের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার খাতিরে দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে মুখ খুলেছেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি জানিয়েছেন, রাজনীতির ময়দান থেকে তাঁর মায়ের অবসর গ্রহণের কথা ছিল। সেই সঙ্গে জয় এ-ও জানালেন যে, "বাংলাদেশের যে পরিস্থিতি, তা নিয়ে বেশ হতাশ ছিলেন হাসিনা। তিনি আর বাংলাদেশে ফিরে যেতে চান না।" জয় জানিয়েছেন যে, গত রবিবার থেকেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ভেবে রেখেছিলেন মুজিব-কন্যা হাসিনা। সোমবারেই তা ঘোষণা করার কথা ছিল। কিন্তু পথে থাকা আন্দোলনকারীদের জন্য আর সেটা করার সময় পাননি তাঁর মা। এখানেই শেষ নয়, আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য যে শক্তি প্রয়োগের সিদ্ধান্তের পক্ষ নিয়ে জয় আরও জানান যে, "আপনারা শুধুমাত্র গতকালই ১৩ জন পুলিশকর্মীকে পিটিয়ে মেরেছেন। তাহলে আপনাদের কী মনে হয়, উন্মত্ত জনতা যখন পিটিয়ে মারছে, তখন পুলিশের কী করা উচিত?" জয় বলে চলেন, উনি (হাসিনা) তো বাংলাদেশের ভোল বদলে দিয়েছিলেন। যখন তিনি ক্ষমতায় এসেছিলেন, তখন তো বাংলাদেশের অবস্থা একেবারেই ভাল ছিল না। দরিদ্র দেশ ছিল। আর আজকের দিনে এশিয়ার উদীয়মান এবং প্রগতিশীল দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে বাংলাদেশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন