আর জি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্যজুড়ে। এমন আবহে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। ২ সেপ্টেম্বর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ওই অভিযান হবে। এর সঙ্গে ৩ সেপ্টেম্বর বাংলার সমস্ত সরকারি-বেসরকারি এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেনডাউন তথা কর্মবিরতির আহ্বানও জানালেন তাঁরা। প্রসঙ্গত, গত বুধবার মেয়ো রোডে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন