সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী, সাংসদরাও ইতিমধ্যে দেশ ছাড়েন। মঙ্গলবারই ভেঙে দেওয়া হয় সংসদ। এরপরই প্রশ্ন ওঠে মন্ত্রীসভার যারা বাংলাদেশে রয়ে গেছেন, তারা এখন কে কোথায় রয়েছেন? হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের নানা জায়গা থেকে খবর আসতে থাকে যে দুষ্কৃতীদের হাতে আওয়ামী লীগের নেতাদের খুন হওয়ার খবর। এরই মাঝে কার্যত উধাও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, আওয়ামী লীগের সাংসদ ফেরদৌস আহমেদ। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন ফেরদৌস।
সোমবার থেকে ফেরদৌসকে পাওয়া যাচ্ছে না। অভিনেতার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ। তার সোশ্য়াল মিডিয়াতেও ৪ অগাস্টের পর কোনও স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। তাহলে কি তিনি দেশ ছেড়েছেন, নাকি দেশেই কোথাও গা ঢাকা দিয়েছেন?শোনা যাচ্ছে, পরিবার নিয়ে দেশ ছেড়েছেন ফেরদৌস। যদিও অভিনেতার দেশ ছাড়ার খবরের এখনও কোনও সত্যতা পাওয়া যায়নি। এমনকী তাঁর ম্যানেজারের নম্বরও বন্ধ রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন