এই কর্মসূচি আগেই ঘোষণা হয়েছিল। শুক্রবার থেকে সিঙ্গুরে শিল্পের দাবিতে কর্মসূচি শুরু করল 'সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি'। ওই কমিটির সদস্যেরা নবান্নের উদ্দেশে যাত্রা শুরু করেন। তার আগে তাঁরা জড়ো হয়েছিলেন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্রামে। যদিও 'জমি পুনর্ব্যবহার কমিটি'-র এই 'কর্মসূচি'কে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ২০০৬ সালে ন্যানো কারখানার জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করা হয় সিঙ্গুরে। জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে আন্দোলন শুরু করেছিলেন অনিচ্ছুক কৃষকেরা। গড়ে ওঠে 'সিঙ্গুর কৃষিজমি রক্ষা কমিটি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন