আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখন রোহিত শর্মা প্রাক্তন ভারত অধিনায়ক। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জেতার পরই এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন হিটম্যান। এ বার প্রশ্ন হল দেশের হয়ে টি-২০ ক্রিকেটে তাঁর মসনদে বসবেন কে? দৌড়ে এগিয়ে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যিনি এ বারের বিশ্বকাপে শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে ভারতের বিশ্বজয়ের হিরো হয়ে গিয়েছেন। এই তালিকায় রয়েছেন আর কারা?রোহিত শর্মা দেশের হয়ে টি-২০ ক্রিকেটে আর খেলবেন না। এ কথা বলার পর থেকে টিম ইন্ডিয়ার নতুন ক্যাপ্টেন হবেন কে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কুড়ি-বিশের ক্রিকেটে ভারতের পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন— শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন