বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। দুই তারকা প্রতিপক্ষ হিসাবে মাঠে নামলেই যেন যুদ্ধের আবহ তৈরি হয়ে যেত ক্রিকেট ম্যাচ ঘিরে। আইপিএলের ময়দানে একাধিকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন দুজনে। তবে এবার পুরনো দ্বন্দ্ব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই দুই ক্রিকেট তারকা।
গুরু গম্ভীর জমানার প্রথম সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করে দিয়েছে মেন ইন ব্লু। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। টি-২০ থেকে অবসর নেওয়ার পরে এই প্রথমবার মাঠে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে নামবেন বিরাটও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফরকে প্রস্তুতির মঞ্চ হিসাবেই দেখছেন গম্ভীর। তাই দুই সিনিয়র ব্যাটারকে এই সিরিজে খেলাতে চেয়েছেন ভারতীয় দলের হেডস্যর।
বুধবার পুরোদমে অনুশীলনে নেমে পড়েছিল গোটা ভারতীয় দল। সেখানেই খোশমেজাজে দেখা যায় বিরাট-গম্ভীরকে। হাসিতে ফেটে পড়া থেকে কড়া অনুশীলন- নানা মুডে এদিন ধরা পড়েন এককালের 'শত্রু'রা। গম্ভীরের থেকে পরামর্শ নিতেও দেখা যায় বিরাটকে। এদিন অনুশীলনে দেখা যায় কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকেও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন