চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১০ উইকেটে জয় পেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ় জয় নিশ্চিত করে নিলেন শুভমন গিলেরা।
বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম তৈরির পথ দেখা হচ্ছে এই সিরিজে। আর সেটা খুব ভালোভাবেই প্রমাণ করলেন শুভমান, যশস্বীরা। দুই ব্যাটারের দাপটে চতুর্থ টি-টোয়েন্টিতে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারাল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিল ভারত। এর আগের দুটি ম্যাচও অনায়াসে জিতেছিলেন শুভমানরা। এদিনও তার ব্যতিক্রম হল না। এদিন টসে জিতে জিম্বাবোয়েকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। শুরুটা একেবারে খারাপ করেননি মাধবেরেরা। প্রথম উইকেটে ৬৩ উইকেটে পার্টনার গড়ে ফেলেন দুই ওপেনিং ব্যাটার। রানের গড় তখন প্রায় ৮। মাধবেরার সঙ্গে যোগ্যসঙ্গত করেন মারুমানি। তাঁদের উইকেট পড়ে গেলেও রানের গতি বজায় রেখেছিলেন সিকান্দার রাজা। ২৮ বলে ৪৬ রানের অধিনায়কের ইনিংস খেলে যান তিনি। ভারতের জার্সিতে অভিষেক হওয়া তুষার দেশপাণ্ডের বলে তিনি আউট হওয়ার পরই রানের গতি কমতে থাকে। ২ উইকেট তুলে নেন খলিল আহমেদ। ওয়াশিংটন সুন্দর, অভিষেক শর্মা আর শিবম দুবেও একটি করে উইকেট পান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫২ রানে থেমে যায় জিম্বাবোয়ের ইনিংস। এই রান ভারতীয় ব্যাটারদের কাছে একেবারেই কঠিন লক্ষ্য ছিল না। কিন্তু দুই ওপেনার শুভমান গিল আর যশস্বী জয়সওয়াল যে এত সহজে ম্যাচ জিতিয়ে দেবেন, তা শুরুতে ভাবা যায়নি। আগের ম্যাচেও দুজনে ভালো ইনিংস খেলেছিলেন। আর এদিন তাঁরাই সব। বাকিরা ব্যাটই পেলেন না দুই তরুণের দাপটে। বিশেষ করে যশস্বীর ব্যাটে একেবারে ছিন্নভিন্ন হয়ে গেল জিম্বাবোয়ের বোলিং। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থামলেন তিনি। মাত্র ৫৩ বলে করলেন ৯৩ রান। ১৩টা চার আর ২টো ছক্কায় সাজানো ছিল তাঁর বিধ্বংসী ইনিংস। বিপরীতে অধিনায়ক শুভমানও কার্যকরী ভুমিকা নিলেন। ৩৯ বলে তিনি করেন ৫৮ রান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন