সরকারি চাকরি করা সত্ত্বেও বাড়িতে টিউশন করে থাকেন শিক্ষকরা। এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অভিযোগের ভিত্তিতে করা হল বড় পদক্ষেপ। প্রাথমিক শিক্ষকরা আর 'প্রাইভেট টিউশন' করাতে পারবেন না অর্থাৎ বাড়িতে পড়াতে পারবেন না। টিউশন করানোর খবর পেলেই বাতিল করা হবে চাকরি।
রাজ্য গৃহ শিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি হীরালাল মণ্ডল বলেন, "এই ব্যাপারে পদক্ষেপ করার জন্য ডিআই-দেরও আবেদন জানাব। তবেই শিক্ষা ব্যবস্থা দুর্নীতি-মুক্ত হবে।" গৃহ শিক্ষক সংগঠন বারবার বলেছে, এইভাবে শিক্ষকরা টিউশন পড়ালে প্রকৃত গৃহ শিক্ষকদের রুজি-রুটিতে যেমন টান পড়ছে, অন্যদিকে সরকারি আইনও অমান্য করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন