টি-২০ বিশ্বকাপে জিতে দেশা ফেরার প্রায় ১৩ ঘণ্টা পর শুরু হয় টিম ইন্ডিয়ার হুড খোলা বাসে পরিক্রমা। নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে শুরু হয় এদিনের র্যালি। তবে প্রিয় তারকাদের বিশ্বকাপ ট্রফি হাতে ঐতিহাসিক র্যালির সাক্ষী হতে ফ্যানেদের উৎসাহ-উন্মাদনা-উদ্দীপনার কোনও খামতি ছিল না। মুম্বইয়ে আরব সীগরের তীরে নামে ফ্যানেদের জনসুনামি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন