স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের পর একেবারে চুপ করে বসে নেই প্রথম পক্ষের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের নাম করে সরাসরি কিছু না বললেও একের পর এক সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবাহী পোস্ট করছেন স্নেহাশিসের সদ্য প্রাক্তন স্ত্রী। সেই সকল পোস্টের ইঙ্গিত স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দিকে বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ।
সম্প্রতি, বিবাহ বিচ্ছেদের পর অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যা।
এখানেই থেমে থাকেননি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। আরও একটি ইনস্টা স্টোরিতে মোম গঙ্গোপাধ্যায় লিখেছেন,'একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো, যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে। পাশে দাঁড়িয়েছে তখন, যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।' এই ৩টি পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন