তাকে পাকড়াও করতে গেলে পুলিশের উপরে চালানো হয়েছিল গুলি। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে খাটের নীচে থাকা সুড়ঙ্গপথ দিয়ে পালিয়েছিল সে। কুলতলি প্রতারণা কাণ্ডের সেই সাদ্দাম সর্দারকে গত বুধবার রাত ১টা বেজে ১৫ মিনিটে একটি ভেড়ির আলাঘর থেকে গ্রেফতার করল পুলিশ। সাদ্দামের পাশাপাশি, ওই ভেড়ির মালিক মান্নান খানকেও পাশের একটি আলাঘর থেকে গ্রেফতার করা হয়।
মূলত, আসল সোনার মূর্তির ছবি দেখিয়ে ব্যবসায়ীদের কাছে টোপ ফেলে নকল সোনার মূর্তি বিক্রির অভিযোগ ছিল এই সাদ্দামের বিরুদ্ধে। শুধু তাই নয়, সাদ্দামের বাড়িতে নাকি রমরমিয়ে চলত নকল সোনার ব্যবসা। পুলিশ সূত্রের খবর, সাদ্দামের বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে ধাতু গলানোর যন্ত্র এবং রাসায়নিক। তদন্তে জানা গিয়েছে, বিগত ১৫ বছর ধরে এই প্রতারণার কারবার চালাত সাদ্দাম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন