প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ। আর এই কাপ এসেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কোচিংয়েই। তবে রাহুল আর ভারতের কোচ নন। পরিবারকে প্রাধান্য দেবেন বলেই দ্রাবিড় আর কোচ হিসেবে থাকতে চানন। শত অনুরোধেও তাঁকে রাখা যায়নি। তবে যাওয়ার আগে ফের নিজেকে টিমম্যান হিসেবে প্রমাণ করলেন রাহুল দ্রাবিড়।
কিন্তু সেই পুরস্কার মূল্য নিতে অস্বীকার করেন রাহুল দ্রাবিড়। বোর্ডের তরফে দেওয়া বাড়তি পুরস্কার তিনি গ্রহণ করবেন না, দলের বাকি কোচিং স্টাফদের সমান পুরস্কার অর্থই তিনি নেবেন। রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, 'দ্রাবিড় তাঁর সাপোর্ট স্টাফদের মতোই আড়াই কোটি টাকা পুরস্কার মূল্য হিসেবে নিতে চান। আমরা তাঁর এই ইচ্ছেকে সমর্থন করছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন