প্রায় আড়াই বছর ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এ বার ভারতীয় ক্রিকেট দল থেকে বিদায় নিলেন তিনি। সেই দ্রাবিড় কি তা হলে আইপিএলের কোনও দলের দায়িত্ব নেবেন? কোন দল নিতে পারে দ্রাবিড়কে?
মুম্বই কোচ হিসাবে দ্রাবিড়কে নিতে পারে। সেই দলে হার্দিক পাণ্ড্য অধিনায়ক। মার্ক বাউচার এখন কোচ। কিন্তু ২০২০ সালের পর থেকে এক বারও ফাইনাল খেলতে পারেনি মুম্বই।
কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু তিনিই ভারতীয় দলের আগামী কোচ বলে শোনা যাচ্ছে। গম্ভীর সেই দায়িত্ব নিলে দ্রাবিড়কে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর। গম্ভীরের মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব পূরণ করতে পারেন দ্রাবিড়। কেকেআর মেন্টর হিসাবেই নিতে পারে দ্রাবিড়কে। কারণ কোচ হিসাবে দলে চন্দ্রকান্ত পণ্ডিত রয়েছেন। সেই সঙ্গে আরও অনেক সাপোর্ট স্টাফ রয়েছেন দলে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন