নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর তুঙ্গে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে খারিজ করে আগেই বিবৃতি দিয়েছিল নরেন্দ্র মোদীর সরকার। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মিথ্যে বলে দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি বলেই দাবি করেছেন মোদি সরকারের অন্যতম সিনিয়র এই মন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বক্তব্য শুরুর পাঁচ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, গোয়ার প্রমোদ সাওয়ান্ত, অসমের হিমন্ত বিশ্বশর্মার মতো তাঁর পূর্ববর্তী বক্তাদের বলার জন্য পনেরো থেকে কুড়ি মিনিট সময় দেওয়া হয় বলেও দাবি করেন মমতা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁকে অপমান করতেই বক্তব্যর মাঝপথেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়ার পর ভারত সরকারে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করা হয়নি। শুধু ঘড়িতে দেখানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা সময় শেষ হয়ে গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন