এই বছরের গোড়াতেই দাম্পত্য জীবনের ২০ বছর একসঙ্গে কাটানোর উদযাপনে মেতেছিলেন যিশু-নীলাঞ্জনা। নায়কের অভিনয় কেরিয়ার যখন উর্ধ্বমুখী তখনই তাঁর ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা! চর্চা, যিশু-নীলাঞ্জনার সুখের সংসারে নাকি বড়সড় চিড় ধরেছে!
টলিপাড়ার অন্দরে কান পাতলেও শোনা যাচ্ছে তৃতীয় ব্যক্তির আগমনেই সংসারে ভাঙন। স্বভাবত যিশু-নীলাঞ্জনার সংসারে নিত্য অশান্তি। কিন্তু এই ফাটল মানতে পারছেন না ভক্তরা। তাঁরা চাইছেন দূরত্ব মিটিয়ে আবার একসঙ্গে ধরা দিক এই জুটি।
ইনস্টাগ্রামে নীলাঞ্জনা লিখেছেন, 'এই বছরটা জুড়ে থাকল একের পর এক হারানো, একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। কঠিন সময় জীবনের আসল রং দেখতে পেলাম। দেখলাম, ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়, জানলাম আমায় ভালবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হল সারা, জারা, এবং চন্দনা। তোমাদের ভালোবাসি। যাঁরা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন