দু-দিন আগে ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রাক্তন হয়ে গেলেন কোচ রাহুল দ্রাবিড়। সাজঘরে তাঁর বিদায়ী বার্তা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই এক দিনের বিশ্বকাপের পর রোহিত শর্মার একটি ফোনের কথা বললেন দ্রাবিড়। জানালেন সেই ফোনটি না পেলে হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হত না তাঁর।এক দিনের বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁকে থাকতে বলে বিসিসিআই।
শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। তার পরেই সাজঘরে দ্রাবিড় বলেন, "রোহিত, তোমাকে ধন্যবাদ। গত বছর নভেম্বরে তুমি ফোন করে আমাকে থাকতে বলেছিলে। থেকে যেতে বলেছিলে। তোমাদের সকলের সঙ্গে কাজ করাটা খুব আনন্দের। রোহিতকে আলাদা করে ধন্যবাদ। এক জন কোচ এবং অধিনায়কের মধ্যে অনেক কথা হয়। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়। কখনও আমাদের মতের মিল হয়, কখনও হয় না। তবে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলকে জেনেছি, চিনেছি, এটা আমার কাছে খুবই আনন্দের।"
দ্রাবিড় যখন তাঁর বিদায়ী বার্তা বলছেন, তখন গোটা দল তাঁর সামনে। দাঁড়িয়ে ছিলেন বোর্ড সচিব জয় শাহ। তাঁরা সকলেই মুগ্ধ হয়ে দ্রাবিড়ের কথা শুনছিলেন। দ্রাবিড় নিজেও মনে করেন যে, তিনি খুব ভাল কথা বলেন। কিন্তু বিশ্বকাপ জয়ের পর শব্দ হারিয়ে ফেলেছিলেন তিনি। দ্রাবিড় বলেন, "আমি সত্যিই শব্দ খুঁজে পাচ্ছি না। এমনটা সাধারণত হয় না। তোমাদের সকলকে ধন্যবাদ আমাকে এই জয়ের সঙ্গী করার জন্য। তোমরা সকলে এই জয় সারা জীবন মনে রেখে দেবে। আমরা যেটা বলি, রান বা উইকেট নয়, স্মৃতিগুলো মনে থেকে যাবে। সেটাকে অনুভব করা উচিত। তোমাদের নিয়ে আমি গর্বিত।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন