রাজ্য রাজনীতির চর্চিত রাজনৈতিক চরিত্র হলেন মুকুল রায়। গত বুধবার রাত থেকে তিনি কলকাতায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পড়ে গিয়ে তার মাথায় গুরুতর চোট লাগে।
মুকুল রায়কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ফিরে সোশাল মিডিয়া পোস্টে পরিস্থিতির কথা জানিয়েছেন। দলের বর্ষীয়ান সতীর্থকে হাসপাতালের বিছানায় দেখে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন কুণালবাবু, তা তাঁর পোস্টেই স্পষ্ট। ট্যুইটারে তিনি লিখেছেন, 'মুকুল রায়কে দেখে এলাম। অ্যাপোলো আইসিইউ-তে। খারাপ লাগল। আজ ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মত পার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।'
হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। তার জন্য অস্ত্রোপচারও করা হয়েছে। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও তাঁর আচ্ছন্ন ভাব কাটেনি। আইসিইউ-তেই রয়েছেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশু হাসপাতালে বাবার সর্বক্ষণের সঙ্গী। এছাড়া বেশ কয়েকজনকে দেখা গিয়েছে যারা প্রতিদিন হাজির থাকছেন মুকুল রায়ের জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন