আড়িয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং ও তাঁর গ্যাংয়ের একের পর এক ভিডিয়ো যখন প্রকাশ্যে আসছে, আড়িয়াদহের ক্লাবে কিশোরকে নগ্ন করে যৌনাঙ্গে সাঁড়াশির চাপ থেকে শুরু করে যুবককে হকিস্টিক দিয়ে পেটানোর ভিডিয়ো ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এমন সময় নিজের বাড়িতে বসেই বিধায়ক মদন মিত্র দাবি করেছেন, এসবের পিছনে নাকি 'ঠিকাদার রয়েছে। ঠিকাদার মানে কাকে বলতে চেয়েছিলেন মদন, তা তিনি স্পষ্ট করেন নি। এমন সময় বেশ কয়েকটি ভিডিয়ো সামনে এসেছে।
জয়ন্ত সিংয়ের ক্লাবের ফেসবুক পেজে বেশ কয়েকটি ভিডিয়ো দেখা গিয়েছে।
প্রকাশ্যে আরও এক ভিডিয়ো, একের মদন মিত্রের ছেলে শুভদীপ মিত্রের একেবারে পারিবারিক অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে জয়ন্ত সিংকে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, জয়ন্ত সিং কেক কাটচ্ছেন, পাশে মদন মিত্রের পত্রবধূ মেঘনা মিত্র। তিনি কেক কেটে তাঁকে নিজের হাতে খাওয়ালেন। পিছনেই দাঁড়িয়ে ছিলেন মদনের ছেলে। তাঁকেও পরে কেক খাওয়ালেন জয়ন্ত।
এবার প্রশ্ন উঠছেন, তাহলে কী বলবেন মদন মিত্র? আড়িয়াদহে মা ছেলেকে পেটানোর অভিযোগের পরই জয়ন্তের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। তিনি কার রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠেছেন? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন