সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। বর্তমানে আন্তর্জাতিক টি২০ র্যাঙ্কিংয়েও এক নম্বরে রয়েছে তারা। কিন্তু আন্তর্জাতিক টি২০-তে জয়ের নিরিখে কত নম্বরে রয়েছে ভারত? কত নম্বরে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ? প্রথম দশে রয়েছে কারা? জিতে ১ নম্বরে রয়েছে। তালিকায় দু-নম্বরে রয়েছে পাকিস্তান। ভারতের থেকে বেশি ম্যাচ খেলেও কম ম্যাচে জিতেছে তারা।
২০১০ সাল থেকে এখনও পর্যন্ত ১৩৮টি ম্যাচ খেলে ৮৪টিতে জিতে ন’নম্বরে রয়েছে আফগানিস্তান। তালিকার ১০ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। ১৬৯টি টি২০ খেলে ৭১টিতে জিতেছে আইরিশরা। এই তালিকার ১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। ১৭৬টি ম্যাচের মধ্যে ৬৮টিতে জিতেছে তারা। মোট ম্যাচ জয়ের নিরিখে বাংলাদেশের উপরে রয়েছে উগান্ডাও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন