রাহুল দ্রাবিড়ের জায়গায় কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্বে এসেছেন গৌতম গম্ভীর। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় দলের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। দ্রাবিড় সরে যাওয়ার পর তাঁর সাপোর্ট স্টাফদেরও পর পর সরিয়ে দেওয়া হচ্ছে। কোচিং স্টাফদের মধ্যে কাদের নেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তালিকায় সামনের দিকে রয়েছে অভিষেক নায়ার, বিনয় কুমাররা। এই তালিকায় এঁরাই গৌতম গম্ভীর এগিয়ে। একটি রিপোর্ট অনুসারে গৌতম গম্ভীর - অভিষেক নায়ারকে অ্যাসিস্টেন্ট হিসেবে চান। বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম সামনে রয়েছে। কিন্তু এগুলিতেই সিলমোহর পড়ছে কিনা তা জানতে কিছুদিন অপেক্ষা করতে হবে। এর আগে রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন তখন ব্যাটিং কোচ ছিলেন বিক্রম রাঠোর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন