সিরিজের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পরের দুই ম্যাচে জিম্বাবোয়েকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে গেল মেন ইন ব্লু। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩ রানে জিতল ভারত।
এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শুভমান গিল। এদিন ২০ ওভারে ৪ ওভারে ১৮২ রান করে ভারতীয় দল। ওপেনিং জুটিতে ওঠে ৬৭ রান। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া যশস্বী জয়সওয়াল ২৭ বলে ৩৬ রান করেন। অধিনায়ক শুভমান গিল ৪৯ বলে ৬৬ রান করেন।
এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৩ রান করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান করতে পারে জিম্বাবোয়ে৷ তাঁদের দলের হয়ে একমাত্র সফল ব্যাটার ডিয়ন মায়ার্স। তিনি ৪৯ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৩৭ রান করেন ক্লাইভ মান্দানে। কিন্তু এই লড়াই ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩ টি উইকেট, আবেশ খান ২ টি উইকেট তুলে নেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন