আগামী ১ মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচ রাখল পকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির বোর্ডের এক সদস্য জানিয়েছেন যে লাহোরে সেই ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও পাকিস্তান বোর্ডের মনোবাঞ্চা আদৌও পূরণ হবে কিনা, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) উপরে পুরোপুরি নির্ভর করছে। আইসিসির ওই কর্তা জানিয়েছেন যে আপাতত পাকিস্তান বোর্ডের প্রস্তাবিত সূচিতে সায় দেয়নি ভারতীয় বোর্ড। পরবর্তীতে সেই বিষয়ে বিসিসিআই জানাবে বলে দাবি করেছেন আইসিসির ওই কর্তা। ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, আইসিসির কাছে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি জমা দিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন