ফের একবার জামিন পেলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বর্তমানে জেলে রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার তার মধ্যেই একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গৌতম কুণ্ডু।
এই নিয়ে রোজভ্যালির দ্বিতীয় মামলায় জামিন পেলেন গৌতম কুণ্ডু। এর আগেও একটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন। তবে, এখনই জেল-মুক্তি হচ্ছে না গৌতম কুণ্ডুর। তাঁর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, দীর্ঘদিন ধরে মামলা চলা সত্ত্বেও ইডি কোনও চার্জ গঠন করেনি। এদিন আদালতে এ কথাই বলেন তাঁরা। তাঁদের যুক্তিতে মান্যতা দিয়েছেন বিচারক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন