অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে দিলেন বোর্ড সচিব জয় শাহ। ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর। এদিন জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন- "আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন। কেরিয়ারে অনেক বড় দায়িত্ব সামলছেন গম্ভীর।
নতুন দায়িত্ব পেয়ে আবেগ ভরা পোস্ট করেন গৌতম গম্ভীর। নতুন দায়িত্বে ভারতীয় দলে ফিরতে পেরে খুশি বলে জানান গৌতম। দেশকে সাফল্য এনে দেওয়ার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানান গম্ভীর। পোস্টে টিম ইন্ডিয়ার নতুন কোচ লেখেন,"ভারত আমার পরিচয় এবং আমি দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন