যে কোনও দেশই হোক, ক্রিকেটারদের জনপ্রিয়তা নিয়ে এখন কোনও প্রশ্ন নেই। তাঁদের পারফরম্যান্স থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নারীদের দারুণভাবে আকৃষ্ট করে। তাঁরা বিশ্ব ভ্রমণ করতে পারেন, বিভিন্ন স্পনসরদের কাছ থেকে ব্লকবাস্টার ডিল পান, তাঁদের নিজ নিজ ক্রিকেট বোর্ড থেকে বিরাট বড় পে প্যাকেজ পান তাঁরা। এই ক্রিকেটাররা যেরকম বড় বড় রেকর্ড করেন এই সবের জন্যেই ফ্যানরা তাঁদের কার্যত পুজো করেন। কিন্তু এত কিছু হওয়ার পরেও রক্তমাংসে গঠিত মানুষ হিসেবে তাঁরাও দুঃখ পান। হৃদয় ও প্রেম জীবনে বিদ্ধ হয়। এমনকি এমনও একাধিক উদাহরণ আছে যখন ক্রিকেটাররা নিজেদের বিবাহিত স্ত্রীদের দ্বারা সম্পর্কের মধ্যে থাকাকলীন প্রতারিতও হয়।
ক্রীড়াবিদদের বিভিন্ন সময়ে ট্যুরে যেতে হয়। তাই তাঁরা চান তাঁদের পারিবারিক সম্পর্ক শান্তিপূর্ণ হোক। কিন্তু তাও বাকি ক্ষেত্রে বিবাহিত সম্পর্কে স্বামীরা যেভাবে প্রতারিত হয় ঠিক তেমন ভাবেই ক্রিকেটাররাও তাঁদের স্ত্রীদের দ্বারা প্রতারণার মধ্যে পড়েছেন।
যখনই কোনও ক্রিকেটারের স্ত্রীয়ের বিবাহিত থাকাকালীন পরকীয়ায় জড়িয়ে পড়ার কথা উঠবে তখনই এক ভারতীয় ক্রিকেটারের কথা আসবেই। তিনি দীনেশ কার্তিক। তাঁর প্রথম স্ত্রীয়ের নাম নিকিতা। দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী নিকিতা বানজারা, যাকে টিম ইন্ডিয়ার অন্যতম বড় ফিনিশার বলে মনে করা হয়, তাঁকেই প্রতারণা করেছিলেন তাঁর প্রথমা স্ত্রী। টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান মুরলী বিজয়কে বিয়ে করেছিলেন নিকিতা। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীনেশ কার্তিক ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকালকে বিয়ে করেন। এখন এই দম্পতি একে অপরের সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন