ফের বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ। বৃহস্পতিবার তাঁকে ৮ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট। উল্লেখ্য, ইডির গ্রেপ্তারিতে ইতিমধ্যেই জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু সিবিআইয়ের গ্রেপ্তারির জেরে এখনও তিনি জেলবন্দি। আগামী ৮ আগস্ট পর্যন্ত তিহাড় জেলেই থাকবেন আপ সুপ্রিমো। গত ২১ মার্চ আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি।
কিন্তু তিহাড় জেলে থাকাকালীনই কেজরিকে গ্রেপ্তার করে সিবিআই। সেই মামলায় ২৫ জুলাই পর্যন্ত কেজরিকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। জেলবন্দি থাকার মেয়াদ ফুরোতেই বৃহস্পতিবার ফের রাউস অ্যাভেনিউ কোর্টে শুরু হয়। তিহাড় জেল থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন আপ সুপ্রিমো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন