চোট সারিয়ে ফিরলেন মেসি। কিন্তু পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে এমি মার্টিনেজের দুরন্ত গোলকিপিংয়ে শুক্রবার ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল গতবারের চ্যাম্পিয়নরা। টাইব্রেকার পর্যন্ত দুরন্ত লড়াই করেও কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ইকুয়েডর। চিলি ম্যাচে ডান পায়ের উরুর পেশিতে চোট পেয়েছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার চোট পাওয়া নিয়ে রীতিমতো দুশ্চিন্তা সৃষ্টি হয়েছিল।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ ফলে। ম্যাচ টাইব্রেকারে গড়াতে প্রথম শট নিতে আসেন এলএমটেন। কিন্তু তাঁর পেনাল্টি আটকে দেন ইকুয়েডরের গোলকিপার এ ডমিনগেজ। শট বাঁচিয়ে দেওয়ার পরে মেসিকে এসে জড়িয়েও ধরেন তিনি। কিন্তু মেসির ব্যর্থতার দিনে নায়ক হয়ে উঠলেন সেই এমি মার্টিনেজ। ইকুয়েডরের প্রথম দুটি পেনাল্টি আটকে দেন। অন্যদিকে, মেসির মিসের পরে গোল করে দেন আর্জেন্টিনার চার তারকা। ৪-২ ফলে জিতে কোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন