একাদশ শ্রেণীর সেমেস্টার পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম সেমেস্টারে প্রত্যেকটি বিষয়ের পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট। প্রথম সেমেস্টার পরীক্ষা শুরু ১৩ ই সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ এ সেপ্টেম্বর পর্যন্ত। দুপুর ৩টে নাগাদ শুরু হবে পরীক্ষা। চলবে বিকেল ৪টে ১৫ মিনিট পর্যন্ত। সমস্ত পরীক্ষার সময় সীমা এক ঘণ্টা ১৫ মিনিট রাখা হলেও এই নিয়ম ভিস্যুয়াল আর্টস, মিউজিক বা সংগীত ও বৃত্তিমূলক বিষয়গুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু আগামী বছরের ৩রা মার্চ থেকে। শেষ ১৮ই মার্চ। দ্বিতীয় সেমেস্টারের প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে দুঘণ্টা ধরে। পরীক্ষার সময়সূচী বিজ্ঞপ্তি জারি করে জানালো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া শুরু করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সংসদ আরও জানিয়েছে, প্রথম সেমেস্টারের সাপ্লিমেন্টারি ২০২৫-র ফেব্রুয়ারিতে নিতে পারবে স্কুল। সেখানে পরীক্ষার সময় সীমায় কোনও পরিবর্তন হবে না। সেপ্টেম্বরের প্রথম সেমেস্টারের পরীক্ষা সূচিতে প্রয়োজনে বদলানো হতে পারে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন